ছবি আপলোড করার দ্রুততর সাইট

ছবি আপলোড করার দ্রুততর সাইট


আমাদের অনেক সময় বিভিন্ন প্রকার ছবি বা ইমেজ ফাইল অনলাইনে হোস্ট করার দরকার পরে।
ফোরামে দেখানো, ব্লগে প্রদর্শন করা, বা সরাসরি লিংক হিসেবে ব্যবহার করার জন্য অনলাইনে যদি আমরা কোন পিকচার ফাইল আপলোড করতে চাই, তাহলে তা করা যায় খুব সহজে।
আর এ জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে যারা অনলাইনে পিকচার ফাইল আপলোড করার সুবিধা দেয়।
যেমন imageshack.us, tinypic.com photobucket.com ইত্যাদি। কিন্তু এগুলোর একটি কমন অসুবিধা হলো যে এই সাইটগুলো লোড হতে অনেক সময় নেয়। প্রত্যেকটা সাইট ওপেন হবার সাথে সাথে বিভিন্নরকম পিকচার বা ইমেজ ওয়েবসাইটের সাথে সাথে ব্রাউজারে লোড হয়। তাই ইন্টারনেটের গতির কোনরকম সমস্যা থাকলে এইসব সাইটে হোস্ট করা ইমেজ লোড হতেও অনেক দেরী হয়। কিন্তু Pict.com নামক সাইটটি এইসব সমস্যা থেকে একেবারেই মুক্ত।এই সাইটে কোনরকম বাহুল্য কোন বিজ্ঞাপন নেই।
আলাদা রকমের কোনরকম ইমেজ ফাইল ওয়েবসাইটটির সাথে সাথে লোড হয়না। ফলে সাইটটি নিজেই লোড হয় খুবদ্রুত। আর এই সাইটে হোস্ট করা ইমেজটিও লোড হয় খুব তাড়াতাড়ি।আপলোড করার ইমেজটির বিভিন্ন রকমের কোড এবং ডাইরেক্ট লিংক তো প্রদান করেই।
এছাড়া অন্যান্য সাইটগুলোর মতো বিভিন্নরকম এ্যালবাম তৈরির সুযোগ রয়েছে এই pict.com সাইটটিতে।

0 comments:

Post a Comment