১০০+ ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল

১০০+ ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল

আপনি একজন ওয়েব ডেভেলপার? আপনাকে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ডেভেলাপ করতে হচ্ছে? তাহলে আর কোন চিন্তা নয়। স্পিকবয়.কম wordpress ডেভেলপার ও ইউজারদের জন্য ১০০+ ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়ালের ব্যাবস্হা করেছে বেসিক থেকে শুরু করে এডভান্স লেভেল পর্যন্ত। এর মাধ্যমে বেসিক থেকে এডভান্স সব লেভেলের ডেভেলপাররা বিভিন্ন নতুন টেকনিক শিখতে পারবেন। এখানে ওয়ার্ডপ্রেস ইন্স্টল করা থেকে কিভাবে বিভিন্ন ধরণের প্লাগিন কিভাবে ব্যাবহার করবেন তার ভিডিও টিউটোরিয়ালস দেওয়া আছে।বেসিক:১. কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্স্টল করবেন।২. ওয়ার্ডপ্রেস ওভারভিউ৩. কিভাবে পোস্ট/পেজ এডিট করবেন।৪. কিভাবে থিম চেন্জ করবেন।৫. পোস্টকে ক্যাটাগরিতে ভাগ করা।৬. অটোমেটিক প্লাগিন ব্যাবহার করে ওয়ার্ডপ্রেসকে আপগ্রেড করা।৭. নতুন ইউজার এড করা ইত্যাদি।এডভান্স:১. ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ নেওয়া২. ওয়ার্ডপ্রেসের থিম তৈরী করা৩. ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট তৈরী করা৪. পডপ্রেস ও পডকাস্টিং৫. বন্ধুকে পোস্ট ইমেইল করা৬. কোন মেইল সব ওয়ার্ডপ্রেসের ইউজারকে পাঠানো৭. থামবনেইল ইমেজ তৈরী ৮. ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরণের সেটিংস পরিবর্তন করা ইত্যাদি।নীচের লিন্কটিতে যান ও নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে হয়ে উঠুন একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট।১০০+ ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল

0 comments:

Post a Comment