i want to make a website, some tips

অনেকেই ব্লগস্পট বা নিজে ডোমেইন কিনে নিজের একটা ওয়েবসাইট করছেন...তাদের জন্যে কিছু টিপস:


১) অবশ্যই সোসাল বুকমার্কিং অপশন রাখবেন ( বিশেষ করে Del.icio.us, Stumbleupon, facebook, diggit এগুলো যেন বাদ না যায় )

২) সাইটে থাকা প্রতিটি ইমেজে alt ও title উভয়টাই ব্যবহার করুন.....

৩) সাইটের এইচটিএমএল কোডের ভিতর css না লিখে আলাদা ফাইলে লিখুন, এতে ফাইল লোড ও ম্যানেজমেন্ট ২টাই সহজ হবে

৪) আপনার সাইটের ডোমেইনের নামটি গঠনমূলক হতে হবে যেন তা আপনার সাইটটিকে ভালমত উপস্থাপন করে....

৫) সাইটের ভিজিটর কাউন্ট করে তা প্রদর্শন করুন...... এতে আপনার সাইট সম্পর্কে ভিজিটররা পজিটিভ ধারণা পাবেন...

৬) ওয়েবপেজ এর টাইটেল,meta কিওয়ার্ড সমূহ , বিশেষ করে meta কিওয়ার্ডে Description অপশনটি অবশ্যই যেন বাদ না যায়.... ও সেইসাথে গুগলের Custom Search Engine দিয়ে সার্চ করার অপশন অবশ্যই রাখবেন.... কারণ যেকোন ধরনের সার্চিং এটার পারফর্মেন্স ঈর্ষনীয়....

৭) যেই সাইটেই যা লিখুন না কেন লিখার শেষে আপনার সাইটের নামটি আপনার সিগনেচার হিসেবে ব্যবহার করুন.... এতে আপনার সাইটের লিংক পয়েন্ট বাড়বে ও বেশি ভিজিটর পাবেন....

৮) ফ্রেম ও আইফ্রেম যতটা পারেন এড়িয়ে চলুন

৯) আপনার সাইটে আপনার সাইট ব্যবহার ম্যানুয়াল / একটি সাইটম্যাপ রাখুন.....নতুন কোন সাইটে ব্যবহারকারীরা এরকম কিছু না পেলে সেই সাইট থেকে সুইচ করে তাড়াতাড়ি....

১০) নতুন সাইট করলে অ্যাড কন্টেন্টের মাঝে দিন..... আপনার সাইটে যেয়ে কন্টেন্ট খুঁজে না পেলে কেউ দ্বিতীয়বার আপনার পেজ এ যাবে না...


সাইটের বিজ্ঞাপন কিভাবে করবেন সেটার কিছু মজার ও কার্যকরী টিপস পরে একটি পোস্টে লিখব....

PHP LEARN IN BANGLA

আমি php দিয়ে শরু করতে চাই, কারন আমি যত গুলো প্রগ্রামিং ভাষা ব্যবহার করেছি এর মাঝে ওয়েব প্রগ্রামিং-এর জন্য php নতুন অবস্থায় সহজ, এবং তাড়াতাড়ি শিখা যাই।

php প্রগ্রামিং-এর জন্য যা যা প্রয়জন---

১। php server
২। html coding
৩। database

php server : - এটা আপাতত আপনার জন্য কিছুই না। খুব সোজা একটা ব্যপার, সাধারন সফ্টওয়ার ইনস্টল করার মতো এটা ইনস্টল করতে হবে। প্রথমে এই লিংক থেকে phpdev423 exe টা ডাউনলোড করুন।

ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করতে হবে। আপনি যেখানে ডাউনলোড করেছেন সেখানে phpdev423.exe তে ডবল ক্লিক করে RUN করুন। শুধু NEXT এ ক্লিক করে ইনস্টল করুন। শেষ হলে command screen আসবে কিছুক্ষন (৩০সকেন্ড) অপেক্ষা করুন দেখবেন ইনস্টল কম্পিলিট মেসেজ আসবে, এরপর উপরের ক্রস বাটনে ক্লিক করে বন্ধ করে দিন। বাস হয়ে গেছে আপনার server ইনস্টল।

এবার start menu তে ক্লিক করে program->phpdev->InstallApacheService এ ক্লিক করুন। লক্ষ করুন আপনার কম্পিটারে যেখানে ডেট টাইম উঠে সেখানে লাল চিহ্নত আইকন আসছে কি না। যদি এসে যাই তাহলে আর কিছু করতে হবে না, না আসলে কম্পিউটার এক বার রিস্টাট করে পুনরায় program->phpdev->InstallApacheService ক্লিক করুন। এবার আশা করা যায় এসে গেছে।

html coding এবং database আমরা আস্তে আস্তে শিখব।

এখন আপনাকে test করতে হবে এতখন যা করলেন ঠিক আছে কি না।

প্রথমে দেখুন C:\phpdev ড্রাইভ এবং প্রপাটি ২৭.৫ MB আছে কিনা।

এবার C:\phpdev\www ওপেন করে সেখানে আপনার নামে একটা ফোল্ডার তৈরি করুন। আপনার ফোল্ডার ওপেন করে একটা text file তৈরি করুন এবং রিনেম করে index.php নাম দিন। যা NOTPAD এ ওপেন করুন এবং নিচের কোড লিখুন।


এবার যেকন ব্রাউজার ওপেন করে http://localhost/আপনার নাম (যে নামে ফোল্ডার ওপেন করেছেন)/
দেখুন ব্রাউজার-এ আপনার php তে প্রিন্ট করা লেখা দেখাচ্ছে। print "এখানে আপনি যা ইচ্ছে লেখতে পারেন



গতকালের একটা সংসোধনী। গতকাল ১ম ধাপ যারা দেখেছেন তারা php কোড দেখতে পাননি। রিয়াদ বিন ইসলাম ভায়ের মন্তব্য পড়তে গিয়ে বুঝতে পরলাম কোড দেখা যাচ্ছে না। আজ কোড লিখুন এবং টেস্ট করুন।

print "MY NAME IS YOURNAME ";
?>

(নিছের ব্রাকেট গুলো আপনাদের সুবিধার জন্য ব্যবহার করা হয়ছে।)

আজ ১ম ধাপের কিছু প্রয়োজনীয় বিষয় জানব। প্রথমে file নামটা কেন index.php দিলাম, অন্য কোন না দিলে কি হত কেন অন্য নাম দিলাম না, দ্বিতীয়ত কোড কেন এই ভাবে লিখব।

Fille নাম index.php এই জন্য দিলাম যে, প্রতেক server এ একটা default search থাকে। যেকোন domain or folder এ ঢুকে প্রথমে খুজে দেখে ওখানে index নামে কিছু আছে কি না, থাকলে by default সেটা execute হয়। আর এ কারনেই ( http://localhost/আপনার নাম/ ) এই পর্যন্ত লিখলেই চলে আপনি ব্রাউজারে index.php তে করা কোডিং এর output দেখতে পান। এখানে মনে রাখতে হবে যদি index.php এবং index.html দুইটাই থাকে তাহলে index.html টা execute হবে এবং ওখানে যা আছে সেটাই ব্রাউজারে দেখাবে।

Fille নাম index.php না দিয়ে অন্য নাম দেওয়া যেত সেখানে কোন সমস্যা নাই, আপনি আপনার ইচ্ছামত নাম দিতে পারেন শুধু শেষে .php দিতে হবে যেমন- *******.php, এখানে (*******) আপনি যা খুশি লিখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ( http://localhost/আপনার নাম/ ) এর সাথে ( http://localhost/আপনার নাম/আপনার ফাইলের নাম ) যেমন:- ( http://localhost/tuhin/test.php ) এই ভাবে লিখতে হবে।

এবার কোড কেন এই ভাবে লিখবেন।

সব কিছুর যেমন নিয়ম আছে php এরও একটা নিয়ম আছে। php কোড যেখান থেকে শুরু হবে সেখানে একটা এবং যেখানে শেষ হবে সেখানে একটা চিহ্ন দিতে হবে। শুরু করতে হয় ( ) এই চিহ্ন দিয়ে।

print "MY NAME IS YOURNAME ";

উপরের লাইনটা কেন এই ভাবে লিখবেন, প্রথম শব্দ print এটা লেখা হয় যেকোন কিছু output এর জন্য ready করতে। তাই আপনি যায় প্রিন্ট করতে চান বা ব্রাউজারে দেখতে চান তার জন্য print ব্যবহার করতে হবে। এরকম আরও কতগুলি আছে echo, print_r, var_dump যেগুলো পরে শিখব কোনটা কেন ব্যবহার হয়।

print এর পরে আপনাকে ( " " ) চিহ্ন দিয়ে এর ভিতর লিখতে হবে। এর ভিতর যা ইচ্ছে লিখতে পারেন।

print "MY NAME IS YOURNAME " এর শেষে ( ; ) চিহ্ন আবশ্যই দিতে হবে। কারন প্রতি statement শেষ করতে হয় সেমিকলন অর্থাৎ ( ; )
চিহ্ন দিয়ে।

আগামীতে php এর basic আরও কিছু শিখে html শুরু করব।
আসুন ওয়েব প্রগ্রামিং শিখি --৩য় ধাপ
আজ আমরা php তে variable কি এবং কেন এটার প্রয়জন এবং কিভাবে ব্যবহার করতে হয় তাই জানব।

variable এর বাংলা অর্থ চলক বা অধ্রুব। ওনেক টা পানির মত পানি যেমন যখন যে পত্রে রাখা হয় তার আকার ধারন করে এটাও ঠিক তেমনি।

সমস্ত programing language এ variable ব্যবহার হয়। variable আমাদের কম্পিউটারের যে মেমরি আছে তার একটা লোকেসন refer করে। যেখানে আমরা কোন কিছুর মান রাখতে পারি। variable এর মান পরিবর্তনশীল হওয়াতে আমরা আমাদের প্রয়জন মতো ব্যবহার করতে পারি। এটার গুরুত্ত্ব এতো বেশি যে programing এর সব ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়।

php তে variable ব্যবহার করতে প্রথমে ( $) চিহ্ন দিতে হয়। এরপর যে নাম দিতে যান দিতে পারেন। মনে রাখতে হবে variable নাম case-sensitive অর্থাৎ যদি variable নাম বড় হাতে অক্ষর দিলে সেই variable সব জায়গায় বড় হাতে অক্ষরে লিখতে হবেই।

একটা variable নাম ঠিক করার পর এটার মান দেবার প্রয়জন হয়, মান দিতে হলে variable এর ( = ) চিহ্ন দিয়ে মান লিখতে হবে। এই মান আপনার যা প্রয়োজন তাই দিতে পারেন।

মান দেওয়া হলে আবশ্যয় ( চিহ্ন দিবেন। একটা statement শেষ করে অবশ্যই ( ; ) চিহ্ন দিবেন।

test.php নামে একটা ফাইল তৈরি করে নিচের কোডিং লিখুন এবং ব্রাউজারে দেখুন output এখানকার output এর মতো হয়েছে কিনা যদি হয় তাহলে আপনার কোডিং ঠিক আছে। এরপর নিজের মতো করে তৈরি করে দেখুন।

কোড----
--------------------------------------



$a; // declaration

$a = 121; // assign

$b1 = 323; // declaration + assign

$C_ = "MY NAME IS TUHIN"; // declaration + string assing

echo "VALUE OF A = ".$a;
echo "
";

print ("VALUE OF B1 = $b1" ;
print "
";

print ("VALUE OF C_ = $C_" ;
print "
";

$d_AB1 = $a+$b1;

echo "VALUE OF d_AB1 = ".$d_AB1;

?>

--------------------------------------

output---

--------------------------------------

VALUE OF A = 121
VALUE OF B1 = 323
VALUE OF C_ = MY NAME IS TUHIN
VALUE OF d_AB1 = 444

--------------------------------------
--------------------------------------



$a; // declaration

$a = 121; // assign

$b1 = 323; // declaration + assign

$C_ = "MY NAME IS TUHIN"; // declaration + string assing

echo "VALUE OF A = ".$a ;
echo "
";

print ("VALUE OF B1 = $b1 " ) ;
print "
";

print ("VALUE OF C_ = $C_ " );
print "
";

$d_AB1 = $a+$b1; // addition

echo "VALUE OF d_AB1 = ".$d_AB1;

?>

--------------------------------------

output---

--------------------------------------

VALUE OF A = 121
VALUE OF B1 = 323
VALUE OF C_ = MY NAME IS TUHIN
VALUE OF d_AB1 = 444

--------------------------------------


৩য় ধাপের কোডে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে আজ php এর সাংকেতিক চিহ্ন অর্থাৎ operator নিয়ে আলোচনা করব।

ব্যবহৃত operator গুলো--

১। ( = ) --- এটা php এর basic assignment operator যা দিয়ে যেকোন variable এর মান নির্ধারন করা হয়।
২। ( . ) --- এটা variable এর মান কপি করার জন্য ব্যবহার হয়। একে ডট assig operator বলে। এর ব্যবহার বেশ হয়।
৩। ( + )--- এটা arithmetic operator যা দুইটি variable এর মান যোগ করার জন্য ব্যবহৃত হয়েছে।

এবার php তে যে operator গুলো ব্যবহার তার মধ্যে যেগুলো সচরাচর প্রয়োজন হয় তা জনব---

******Arithmetic Operators *****

$a + $b ---- Addition Sum of $a and $b.
$a - $b ---- Subtraction Difference of $a and $b.
$a * $b ---- Multiplication Product of $a and $b.
$a / $b ---- Division Quotient of $a and $b.
$a % $b ----Modulus Remainder of $a divided by $b.

কোড---

--------------------------------------



$a = 121;

$b = 323;

$addition = $a+$b;
echo "Addition Result=".$addition ;
echo "
";

$subtraction = $b-$a;
echo "Subtraction Result=".$subtraction ;
echo "
";

$multiplication = $a*$b;
echo "Multiplication Result=".$multiplication ;
echo "
";

$division = $b/$a;
echo "Division Result=".$division ;
echo "
";

$modulus = $b%$a;
echo "Modulus Result=".$modulus ;
echo "
";

?>
--------------------------------------

output---

--------------------------------------
Addition Result=444
Subtraction Result=202
Multiplication Result=39083
Division Result=2.6694214876
Modulus Result=81

--------------------------------------


******Comparison Operators********
$a == $b Equal TRUE if $a is equal to $b.
$a != $b Not equal TRUE if $a is not equal to $b.
$a < $b Less than TRUE if $a is strictly less than $b.
$a > $b Greater than TRUE if $a is strictly greater than $b.
$a = $b Greater than or equal to TRUE if $a is greater than or equal to $b.


কোড---

--------------------------------------


$a = 121;

$b = 323;

if($a == $b)
echo " a Equal to b";
echo "
";

if($a != $b)
echo " a Not Equal to b";
echo "
";

if($a < $b)
echo "a Less than b";
echo "
";

if($a > $b)
echo "a Greater than b";
echo "
";

if($a <= $b)
echo "a Less than or equal to b";
echo "
";

if($a >= $b)
echo "a Greater than or equal to b";
echo "
";

?>

--------------------------------------

output---

--------------------------------------

a Not Equal to b
a Less than b

a Less than or equal to b
--------------------------------------

এর বাইরেও আরও অনেক operator আছে।

গত ৩য় ধাপে variable এবং ৪র্থ ধাপে operator নিয়ে আলোচনা করেছি। আজ php এর array নিয়ে আলোচনা করব।

php তে array ওনেকটা variable মতো চিন্তা করতে পারেন।array আসলে একটা ordered map। এই map এ keys গুলো values কে associate করে। key হলো কোন array এর বর্তমান অবস্থানের index নির্দেশ করে। index হলো কততম অবস্থান সেটা বোঝায়। value হলো array এর ঐ অবস্থানের মান। এই হলো array। যেমন:--

কোড----
--------------------------------------

$theVariable = array (
0=> "ABC",
1=> "123",
2=> "http://prothom-aloblog.com/"
);

echo "The first array value is " . $theVariable[0];
?>

--------------------------------------
output---
--------------------------------------

The first array value is ABC

--------------------------------------

$theVariable[0] এর [0]এখানে 0 এর পরিবর্তে 1 অথবা 2 দিয়ে test করে দেখুন।

$theVariable এটা হচ্ছে array এর নাম। নাম দেওয়ার পর = দিয়ে array এর মান দিতে হয়।

array() এটা array function। এটার সাহায্যে array লিখতে হয়।

0=> "ABC" এই ভাবে array constants গুলো লিখতে হ্য়। এখানে 0 হচ্ছে key। => এর পর যা লেখা হয় তা হচ্ছে value। key => value, এইভাবে শুরু করে শেষে ( , ) থাকবেনা।

array(
key => value,
key => value,
key => value
);

৪র্থ ধাপে operator নিয়ে আলোচনা করার সময় Comparison Operator এর কথা বলেছিলাম এবং উদাহরন দেবার সময় if ব্যবহার করেছিলাম। এই if কে বলা হয় Control Structure । আজ আমরা Control Structures সম্বন্ধে জানব।

Control Structures গুলো যেকোন programing language এর জন্য খুব প্রয়োজনীয়। নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ কি, হা ঠিক ধরেছেন এর কাজ programing language এর statement control করা। statement কি তা মনে আছে তো!

php তে ব্যবহৃত Control Structures গুলো-----

১। if
২। else
৩। elseif/else if
৪। while
৫। do-while
৬। for
৭। foreach
৮। break
৯। continue
১০। switch
১২। declare
১৩। return
১৪। require
১৫। include
১৬। require_once
১৭। include_once
১৮। goto

এগুলো আমরা কিছু কিছু করে শিখব।

যেকোন control Structure ব্যবহার করতে হলে

StructureName( condition )
Statement ;

অথবা,
StructureName( condition ) {
Statement ;
}

এই ভাবে করতে হয়। StructureName হচ্ছে Control Structures গুলোর যেকোনটি হতে পারে। condition কাজ করে সত্য মিথ্যা যাচাই করে। condition এ আপনি যা দিবেন সেটার উপর নির্ভর করে Statement execute হবে। যদি condition সত্য হয় তাহলে Statement execute হবে, মিথ্যা হলে Statement execute হবেনা।

৪র্থ পর্বের মঝে কিছু উদাহরন আছে TRUE আর FALSE এর--
******Comparison Operators********
$a == $b Equal TRUE if $a is equal to $b. না হলে FALSE
$a != $b Not equal TRUE if $a is not equal to $b. না হলে FALSE
$a < $b Less than TRUE if $a is strictly less than $b. না হলে FALSE
$a > $b Greater than TRUE if $a is strictly greater than $b. না হলে FALSE
$a = $b Greater than or equal to TRUE if $a is greater than or equal to $b. না হলে FALSE


if condition --- এটা কোড fragment গুলোর মাঝে কোনটা execute করবে তা নির্ধারন করে।

কোড---

--------------------------------------



$a = 121;

$b = 323;

if($a == $b)
echo " a Equal to b";
echo "
";

if($a != $b)
echo " a Not Equal to b";

?>

--------------------------------------

output---

--------------------------------------
a Not Equal to b
--------------------------------------

এবার আপনি a,b মান পরিবর্তন করে test করুন পরলে Comparison Operators গুলো ব্যবহার করুন।

Some proxy site address

যারা অফিসে নেট ব্যবহার করেন ও সেখানে কোন সাইট যদি ব্যান করা থাকে তাহলে এই সাইটগুলোতে যেয়ে সেসব সাইট ভিজিট করতে পারেন.....

www.adminsucks.com

www.stopthis.tk


www.unblock.arisa.co.id

www.proxy.arisa.co.id

www.green4school.tk

www.greenunblock.tk

www.campuzone.tk


www.MYSPACEUNBLOCK.TK

এই সাইটগুলো দিয়ে যেকোন সাইট ভিজিট করা যায় নিজের পরিচয় গোপন রেখেই তাই হ্যাকার ও ক্রাকার উভয়ের খুব প্রিয় সাইট এগুলো তাই অত্যধিক ব্যান্ডউইথ ব্যবহারের কারণে অনেক সময়ই অনেকগুলো সাইট ডাউন থাকে....

সেক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য সাইট হল:
www.hidemyass.com

বাংলাদেশে যখন ইউটিউব ব্যান হয়েছিল তখন এই সাইটগুলো দিয়ে খুব সহজেই ইউটিউব ভিজিট করেছি...... ভবিষ্যতেও কখনো এরকম সমস্যা হলে এসব সাইটই ব্যবহার করব তাই শেয়ার করলাম এগুলো.....

তবে সাধুবাবা টাইপের যদি কেউ থেকে থাকেন যিনি ব্যান করা সাইট পড়া অথবা দেখার বিরুদ্ধে সেক্ষেত্রে তাকে অনুরোধ থাকবে এগুলো কখনোই ব্যবহার করবেন না.....

কোরআন শরীফ পড়ুন বাংলায়


ইচ্ছা থাকা স্বত্বেও আমরা অনেকেই কোরআন শরীফ পাঠ করতে পারিরনা, কারণ আমাদের অনেকেই আরবী পড়তে পারিনা। তো এই সমস্যার সমাধান অনেক আগেই গিরিশ চন্দ্র সেন দিয়ে দিয়েছিলেন। উনি কোরআন শরীফের বাংলা অনুবাদ করে দিয়েছিলেন। তথ্য প্রযুক্তির এই যুগে আমরা আমাদের বেশীর ভাগ সময়ই কাটাই কম্পিউটারের সামনে। বই বা হার্ড কপি পড়ার মত ধৈর্য্য বা সুযোগ আমাদের অনেকেরই নাই। সেই সমস্যার ও সমাধান হয়ে গেছে। paglasoft.com নামের একটা কোম্পানী কোরআন শরীফের বাংলা এবং ইংরেজী অনুবাদ সহ একটি ছোট্ট সফটওয়ার করে দিয়েছেন। সফটওয়ারটির ডেভেলফ করেছেন Syed Mohammad Rasel, তিনি Newzeland Auckland এ থাকেন। বাংলা অনুবাদ নেয়া হয়েছে পবিত্র কোরআন শরীফ থেকেই। আর ইংরেজী অনুবাদ করেছেন Marmaduke Pickthall. আর সফটওয়ারটি ফ্রি ডিস্ট্রিবিউ করা হচ্ছে kinh Fahad এর সৌজন্যে।


সফটওয়ারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন


ইনস্টলেশন প্রক্রিয়া খুবই সহজ। তবুও যারা পারবেননা তাদের জন্য নিচে ইনস্টলেশন এবং ব্যবহার বিধি দিয়ে দিলামঃ

সফটওয়ারটি ডাউনলোড করে সেভ করুন আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভে। এটি একটি এক্সিকিউটেবল ফাইল। এখন এই ফাইলটিতে ডাবল ক্লিক করলেই নিচের উইনডোটি আসবেঃ



এবার এই উন্ডোর Next Button এ ক্লিক করবেন চারবার। এর পর নিচের উইন্ডো আসবে।



এই উইন্ডোটা ক্লোজ করে দিন। এর পর নিচের উইন্ডো দেখতে পাবেন।



এখানে Finish Button ক্লিক করবেন। ইনস্টলেশন শেষ। আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপে নিচের ছবির মত একটি আইকন দেখতে পাবেন।



আইকনে ডাবল ক্লিক করলেই কোরআন শরীফ ওপেন হয়ে যাবে। দেখাবে নিচের ছবির মত।



এবার নিচের ছবিটি দেখুন। এখানে উপরে ডান পাশে লাল দাগের গোল মার্ক করা জায়গায় দেখুন একটা ড্রপ ডাউন মেনু আছে। ওইখানে ক্লিক করে সুরা সিলেক্ট করুন আর পড়া শুরু করুন বাংলা কোরআন।

ওয়াই-ফাই ও ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য

অনেকে মনে করতে পারেন ওয়াই-ফাই ও ওয়াইম্যাক্স একই পর্যায়ের প্রযুক্তি। কিন্তু দুটোতে বেশ কিছু পার্থক্য রয়েছে।
ওয়াই-ফাই সীমিত পরিসরে তারহীন ইন্টারনেট সংযোগ দিতে পারে। যেমনঃ একটি ভবন বা ছোট কোন এলাকা।
কিন্তু ওয়াইম্যাক্স একটি বেইস স্টেশনের মাধ্যমে কম্পাঙ্কভেদে (ফ্রিকোয়েন্সি) দুই থেকে প্রায় দশ কিলোমিটার পর্যন্ত গ্রাহকের কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে পারে। এর আরও সুবিধা হচ্ছে- গগনচুম্বি ভবনের আড়ালে পরার কারনে গ্রাহকের কোন অসুবিধা হবেনা।
বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেডের তথ্য অনুযায়ী- আনুমানিক ৩০০০ টাকা মুল্যের একটি মডেম কিনে এই সেবা পাওয়া যাবে। এই মডেম কম্পিউটারে লাগালেই ওয়াইম্যাক্সের আওতায় থাকা যাবে যদি গ্রাহকের এলাকায় ওয়াইম্যাক্স বিটিএস টাওয়ার থাকে। এরপর বিভিন্ন প্যাকেজের গ্রাহক হলেই চলবে।
মাসিক ৬০০ টাকা সংযোগ ফির বিনিময়ে পুরোমাস আনলিমিটেড এবং মাসিক ৩০০ টাকার বিনিময়ে পূরো মাস রাত ১২ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। আরও প্যাকেজ জানতে ও রেজিস্ট্রেশন করতে
বাংলালায়ন বলছে- এই সংযোগে গতি পাওয়া যাবে 128kbps। শুধু তারহীন ইন্টারনেট সংযোগ নয়, ওয়াইম্যাক্সের মাধ্যমে বাংলালায়ন আরও কিছু সেবা অর্ন্তভুক্ত করবে। এগুলো হচ্ছে- অসীম কলের আইপি (ইন্টারনেট প্রটোকল)মোবাইল ফোন সেবা, যানবাহনের অবস্থান সনাক্ত করার ব্যবস্থা, আইপি টিভি, ওয়াইম্যাক্স রেডিও, কেবল টিভি চ্যানেল, লাইভ টিভি, টাইম শিফটেড টিভি, করপোরেট আইপি পিবিএক্স, এটিএম সংযোগ, পিওএস (পয়েন্ট অব সেলস) সংযুক্তি, ইত্যাদি।

উইন্ডোজ থেকেই উবুন্টু চলবে


লিনাক্স ডিস্টোর জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে উবুন্টু। কিন্তু এই উবুন্টুকেকি আমার আরেক জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজে চলতে পারি? হ্যা, ইনস্টলতো দুরের কথা কোন লাইভ সিডি বা ভার্চুয়াল মেশীন ছাড়াই উইন্ডোজ থেকে সরাসরি উবুন্টু চলানো যাবে। পোর্টেবল বা বহনযোগ্য অপারেটিং সিস্টেম হিসাবে এটি উইন্ডোজের পরিবেশেই চলবে। সাধারণত উইন্ডোজ ব্যবহারকারীদের লিনাক্স ভীতি আছে। এধরণের ব্যবহারকারীদেরকে লিনাক্সের সাথে পরিচয় করিয়ে দেবার এটা একটা দারুন মাধ্যম। এতে উবুন্টুর সকল সুবিধা না থাকলেও ব্যবহারকারী কোন রকম ঝুকি ছাড়াই উবুন্টু সম্পর্কে ব্যাপক ধারনা পেতে পারবে। শুধুমাত্র উইন্ডোজে চালানোর উপযোগী ৪৩৮ মেগাবাইটের বহনযোগ্য এই অপারেটিং সিস্টেম http://portableubuntu.sourceforge.net থেকে সেল্ফ এক্সট্র্যাক্টটিং ফাইল Portable_Ubuntu.exe ডাউনলোড করে আনজিপ করুন। আনজিপ করার পরে ১.৮১ গিগাবাইট যায়গা নেবে। এবার run_portable_ubuntu ডস ফাইলটি চালু করলেই উইন্ডোজের উপরেই উবুন্টুর ডক চালু হবে। উবুন্টুর বাকী কাজ এভাবে উইন্ডোজের উপর থেকেই চলবে। বহনযোগ্য এই উবুন্টুর ডিফল্ট উইজার হিসাবে pubuntu এবং পাসওয়ার্ড হিসাবে ১২৩৪৫৬ ব্যবহার করা হয়েছে। তো ভয় কেন? দেখে আসুন উবুন্টু অপারেটিং সিস্টেমের রাজত্ব আপনার উইন্ডোজ থেকেই।

কিছু ফ্রী ডোমেইন নেম


ফ্রী ডোমেইন হয়ত আমরা অনেকেই রেজিস্টার করেছি কিন্তু এখন আমি যে ফ্রী ডোমেইন গুলোর সন্ধান দেব তা হয়ত অনেকের কাছে অজানা
(আসলে এগুলো sub domain )
www.Your-Name.net.tc
www.Your-Name.eu.tc
www.Your-Name.us.tc
www.Your-Name.pro.tc
www.Your-Name.de.tc
(আরও আছে)
এই ডোমেইন গুলো ফ্রী তে রেজিস্টার করতে পারবেন www.smartdots.com এ সাইট থেকে
সুবিধাঃ-
* সম্পুর্ন ফ্রি
* 99.99% গ্যারান্টি
* কোন বিজ্ঞাপন নেই
* সার্চ ইন্জিন সাবমিশন করা যাবে
* ফেভারিট আইকন যোগ করা যাবে
* প্রতিদিনের ভিজিটরদের পরিসংখ্যান দেখতে পারবেন।

ব্রাউজিং করার পাশাপাশি লাইভ ক্রিকেট স্কোর জানুন

যারা মাঠে গিয়ে খেলা দেখতে পারছেন না আবার রেডিও বা টিভির সামনেও থাকতে চাচ্ছেন না বা উপায় নেই তাদের জন্য ক্রিকেটের আপডেট জানার একমাত্র ভরসা হলো অনলাইন। আবার অনলাইনে ক্রিকেটের লাইভ ডাটা জনতে কিছুক্ষণ পর পর আরেকটা উইন্ডো খুলে দেখা বা মিনিমাইজ থেকে ম্যাক্সিমাইজ করে দেখাও ঝামেলা। কেমন হয় যদি আপনার ব্রাউজিং এর পাশাপাশিই লাইভ স্কোর্ডবোর্ডটা দেখতে পাওয়া যায়? এমনি একটি টুল তৈরি করেছিলাম বেশ কিছুদিন আগে। আজকে যারা অনলাইনে বাংলাদেশের খেলা উপভোগ করতে চান তাদের কাজে আসবে হয়তো...

সেটাপ করতে নিচের লিংকে ক্লিক করুন-
লিংক: http://trivuz.com/cricket-live-score-card.php

লিংকটি ওপেন হওয়ার পর দেখবেন 'Install Live ScoreBoard' নামে একটি লিংক রয়েছে। ওখানে ক্লিক করে আপনার ব্রাউজারের বুকমার্কে এটি যুক্ত করে নিতে পারবেন। সবচাইতে ভাল হয় যদি বুকমার্ক টুলবারে এটিকে স্থাপণ করে নিতে পারেন। এরজন্য ক্লিক করার পর বুকমার্ক উইন্ডোতে Bookmarks Toolbar নির্বাচন করুন।

এবং Add বাটনে ক্লিক করুন।


অত:পর View > Toolbars এ গিয়ে Bookmarks Toolbar চেক করে দিন (যদি না করা থাকে)।


এরপর স্কোরবোর্ড ওপেন করতে আপনার টুলবার মেনুতে Live ScoreBoard লেখা লিংকে ক্লিক করুন।


এই টুলটিতে vcricket.com এর ফিডকে ডাটা সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রতি ৬০ সেকেন্ড পর পর এটির স্কোর আপডেট হবে। (এই সময়টুকু বাড়ানো কমানো যায় ইচ্ছে করলে)। আশা করি ভাল লাগবে।

--
বি:দ্র: এটি শুধুমাত্র মজিলা ফায়ারফক্স ও ফ্লকে কাজ করবে। ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য এর একটি ভার্সন তৈরি করার কথা ভেবেছিলাম.. কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারের মত বিপদজনক ব্রাউজার ব্যবহারে সবাইকে নিরুৎসাহীত করি বিধায় আর তৈরি করিনি। মজিলা ইজ দ্য বেস্ট... মজিলা ব্যবহার করুন... ভাল থাকুন।