Use mac operating system in intel pc

ম্যাক ওএস এক্স অ্যাপলের অপারেটিং সিস্টেম। এর লুক অ্যান্ড ফিল চমৎকার। কিন্তু আমাদের অনেকেই এটা ব্যবহার করিনি কারন ম্যাক পিসি ছাড়া এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা যেত না। কিন্তু ম্যাক শেষমেষ ইন্টেল প্রোসেসরের জন্য তাদের অপারেটিং সিস্টেমকে পরিবর্তন করেছে। তাদের ম্যাকবুকের সর্বশেষ ভার্শনেও ইন্টেল কোর ২ ডুয়ো ব্যবহৃত হচ্ছে। তাই বর্তমানে আমাদের সাধারন কোর প্রোসেসরের পিসিতেও ম্যাক ও এসএক্স ইনস্টল করা যাচ্ছে।


কিভাবে ইন্সটল করবো?
প্রথমেই জানতে হবে আপনার পিসিতে ম্যাক ইন্সটল করা যাবে কি না। এই জন্য এই সফটওয়্যারটি (সিপিইউজেড) ইন্সটল করে দেখুন আপনার পিসিতে কমপক্ষে SSE2 (SSE3 হলে আরো ভালো) সাপোর্ট করে কি না। যদি করে থাকে তাহলে আপনি ইন্সটল করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য গুগল তো আছেই।

কি কি লাগবে?
* আপনার লাগবে একটি হ্যাকিনটোশ... মানে প্যাচ করা ম্যাক ও এস এক্স ইন্সটলেশন বুটেবল ডিভিডি। আমি ব্যবহার করেছি Kalyway 10.5.2 DVD যেটা টরেন্ট থেকে নামাতে হবে। চাইলে iDeneb 10.5.5 করা যায় কিন্তু সেটা আমি ট্রাই করিনি।
* লাগবে gparted লাইভ সিডি। এটা দিয়ে কোন পার্টিশনের ফ্লাগ পরিবর্তন করা যায়।
* tboot / chain0 নামে দুটি যে কোন একটি ফাইল।
* ৫১২ মে বা র্যা/ম।
* কোন পার্টিশন সফটওয়্যার যেমন PartitionMagic 8।

নমুনা কনফিগারেশন
আমার কনফিগারেশন, কোর ২ ডুয়ো ২.২ গিহা, ১ গেবা র্যাডম, ১ সাটা হার্ড ডিস্ক + ১ আইডিই হার্ড ডিস্ক। সাটা হার্ড ডিস্কের C (প্রাইমারী পার্টিশন) ড্রাইভে এক্সপি সেট আপ করা। ম্যাক ও এস এক্স করা আছে আইডিই হার্ডডিস্কের প্রথম (প্রাইমারী পার্টিশন) পার্টিশনে।

হার্ডডিস্ক পার্টিশন
ম্যাক ও এস এক্স ইন্সটল করতে গেলে সবাই আপনাকে প্রাইমারী পার্টিশনে করতে বলবে। কিন্তু সাধারনত আমাদের বেশির ভাগের হার্ডডিস্কে কেবল একটি প্রাইমারী পার্টিশন থাকে এবং একটি এক্সটেন্ডেড পার্টিশন থাকে। পিসির হার্ডডিস্ক সর্বোচ্চ চারটি পার্টিশন সাপোর্ট করে। এর মধ্যে সবগুলোই প্রাইমারী হতে পারে এবং সর্বোচ্চ একটি এক্সটেন্ডেড পার্টিশন থাকতে পারে। এক্সটেন্ডেড পার্টিশন ভাগ করে একাধিক লজিক্যাল পার্টিশন বানানো হয়। তো যেহেতু বেশিরভাগ পিসিতে কেবল একটি প্রাইমারী পার্টিশন এবং তাতে এক্সপি সেট আপ করা থাকে সেহেতু পার্টিশন সফটওয়্যার দিয়ে আপনার আরেকটি প্রাইমারী পার্টিশন বানানোর দরকার থাকতে পারে। পার্টিশন সাবধানে করবেন কারন এর ফলে আপনার ডাটা হারিয়ে যেতে পারে। আমার পিসিতে বাড়তি হার্ডডিস্কের প্রাইমারী পার্টিশনে ম্যাক ইন্সটল করেছি তাই পার্টিশন আর বানানোর দরকার পড়েনি। ম্যাকের জন্য আমি ১৫ গেবা জায়গা বরাদ্দ রেখেছি।

ইন্সটলেশন শুরু করা যাক
১. পিসিকে Kalyway ডিভিডি দিয়ে বুট করান। দরকার পড়লে বায়োস সেটিংস চেঞ্জ করে।
২. যখন "Starting Mac OS X Installer" দেখাবে তখন F8 চাপুন।
৩. লিখুন -v এবং এন্টার দিন। কিছুটা সময় লাগবে।
৪. সমস্ত লেখা চলে যাবে এবং ভাষা সিলেক্ট করতে বলবে (language selection screen)। ইংরেজি সিলেক্ট করুন।
৫. Welcome box দেখাবে। এখনি Continue তে ক্লিক করবেন না। মেনু থেকে Utilities-এ ক্লিক করুন এবং সেখান থেকে Disk Utility সিলেক্ট করুন।
৬. এখন যে পার্টিশনে ম্যাক ইনস্টল করবেন সেটা সাইডবার থেকে সিলেক্ট করুন। আমার ক্ষেত্রে ২য় হার্ডডিস্কের প্রথম ১৫ গেবা এর প্রাইমারী পার্টিশন।
৭. সিলেক্ট করার পর Erase ট্যাব ক্লিক করুন।
৮. মেনু থেকে Mac OS X (Journaled) সিলেক্ট করুন।
৯. কোন একটা বোধগম্য নাম দিন যেমন "mac", "leopard" বা "osx" (যতিচিহ্ন ছাড়া) স্পেস ব্যবহার করবেন না।
১০. Erase এ ক্লিক করুন এবং পপ-আপ আসলে সেটাতেও Erase ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যেই পার্টিশন তৈরী হবে।
১১. Disk Utility থেকে বেরিয়ে আসুন (উপরের কোনার লাল বোতামে চাপ দিন)। Welcome screen এ ফেরত আসবেন।
১২. Continue এ ক্লিক করুন এবং Agree তে ক্লিক করুন।
১৩. Installation Destination screen আসবে। এখানে সদ্য তৈরী করা পার্টিশনে ক্লিক করুন। এরপরে continue চাপুন।
১৪. পরবর্তী স্কিনে Customize এ ক্লিক করুন। এখানে কিছু এক্সট্রা প্রোগ্রাম আছে যা আপনি ইন্সটল করতে পারেন। এর মধ্যে Adium চ্যাট মেসেঞ্জার আমার ফেবারিট। আর কিছু না করলেও চলবে।
১৫. শেষ হয়ে গেলে Done এ ক্লিক করন। এখন মূল ইন্সটল স্ক্রিনে install এ ক্লিক করুন। মিডিয়া চেক (ডিভিডি) করা শুরু করবে। চাইলে এটা অমিট করতে পারেন তবে তা না করাই মনে হয় ভাল।
১৬. মিডিয়া চেক শেষ করে ইন্সটলেশন শুরু হবে।
১৭. ইন্সটলেশন শেষ হবার পরে ক. যদি Kalyway DVD এখনো ঢুকানো থাকে এবং আপনি সিডি থেকে বুট না করেন তাহলে ম্যাক এ ঢুকতে পারবেন। খ. যদি Kalyway DVD না ঢুকানো থাকে তবে আপনি ম্যাক থেকে বুট হলেও হতে পারে কিন্তু উইন্ডোজ থেকে এখনো বুট হবে না। এখন পালা উইন্ডোজকে ফিরিয়ে আনার।

উইন্ডোজ ফিরিয়ে আনুন
১. GParted লাইভ সিডি ড্রাইভে ঢুকান।
২. উইন্ডোজের পার্টিশন সিলেক্ট করুন। রাইট-ক্লিক করুন এবং Manage Flags এ ক্লিক করুন।
৩. যদি বুট চেক করা না থাকে চেক করুন।
৪. ম্যাকের পার্টিশন সিলেক্ট করুন। রাইট-ক্লিক করুন এবং Manage Flags এ ক্লিক করুন। যদি বুট চেক করা থাকে আনচেক করুন।
৫. রিবুট করলেই উইন্ডোজ চলে আসবে। এখন সময় ডুয়াল বুট ঠিক করার।

ডুয়াল বুট...
দুইভাবে ডুয়াল বুট করা যায়। tboot বা chain0 দিয়ে। আমি tboot ব্যবহার করি।
০. tboot/chain0 ফাইল টা c:\ তে কপি করুন।
১. সি ড্রাইভ থেকে boot.ini ফাইল ওপেন করুন। (Read Only থাকলে Properties থেকে Read Only আনচেক করুন)
২ক. tboot এর জন্য শেষ লাইনে যোগ করুন c:\tboot="Mac OS X Leopard"
২খ. chain0 এর জন্য শেষ লাইনে যোগ করুন C:\chain0="Mac OS X86"

এখন ম্যাক ও এস এক্স এবং উইন্ডোজ একই সাথে চলবে।

পাদটীকাঃ
আমি এই গাইড Installation_Guides/Kalyway_DualBoot_10.5.2 ফলো করেছি। কোন ক্ষতির জন্য আমি দায়ী না ;)

*বিস্তারিত তথ্যের জন্য http://www.insanelymac.com/ বা wiki.osx86project.org/ দেখতে পারেন।

many picture resize togather


যারা প্রফেশনাল গ্রাফিক্স এর কাজ করেন তাদের অনেক ছবি রিসাইজ করতে হয়। একটি একটি করে ছবি রিসাইজ করতে অনেক সময় লেগে যায়। অতি দ্রুত ছবি রিসাইজ করার জন্য এসেছে FastStone Photo Resizer। এর মাধ্যেমে আপনি কম সময়ে অধিক ছবির কাজ করে ফেলতে পারবেন। এই সফটওয়্যারটি ব্যবহার করে আমি অনেক উপকৃত। এক কমান্ডে অনেক ছবি রিসাইজ করতে পারি। এছাড়াও এটি কনভার্ট, রিনেম, ক্রপ, রোটেট, কালার ডেপথ পরিবর্তন এবং ছবিতে লেখা ও জলছাপ দিতে পারে। আশা করি এটি আপনাদেরও অনেক উপকারে আসবে।

বিস্তারিত জানতে এবং ডাউনলোড করার জন্য এই লিংকে ভিজিট করুন।

GPRS, EDGE, ZOOM ,dial up modep setup


বর্তমানে আমাদের দেশে মোবাইল ফোন অপারেটরদের দেওয়া ইন্টারনেট সার্ভিস খুব জনপ্রিয়। অনেকে ফোনের বিল্টইন মোডেম এবং কেউ কেউ আলাদা GPRS, EDGE, ZOOM মোডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন। প্রত্যেকটা ডিভাইসের নিজস্ব সফটওয়্যার থাকে যার মাধ্যমে ইন্টারনেট কানেকশন কনফিগার করা যায়। যেমন:- Nokia সেটের জন্য Nokia PC Suite, Motorola সেটের জন্য Motorola Phone Tools, Samsung সেটের জন্য Samsung PC Studio ইত্যাদি। কিন্তু এই সফটওয়্যার অনেক সময় সমস্যা করে তখন আপনি চাইলে ম্যানুয়ালী একটা ডায়ালআপ কানেকশন তৈরী করে ও ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। আর ম্যানুয়াল কানেকশন তৈরীর মজা হল শুধু ড্রাইভার ইনস্টল করা থাকলে অন্য কোন সফটওয়্যার ছাড়াই এটা দিয়ে যে কোন ব্র্যান্ডের ফোন/মোডেমকে ব্যবহার করতে পারবেন।

সর্বপ্রথমে ফোন/মোডেমের ড্রাইভার ইনস্টল করা আছে কিনা দেখে নিন না থাকলে ইনস্টল করুন। এবার নিচের ধাপগুলো অনুসরন করুন:
১. Start Menu -> (Settings) -> Control Panel -> Network Connections এ ডাবল ক্লিক করুন।
২. Create a new connection এ ক্লিক করুন। New Connection Wizard চালু হবে Next দিন।
৩. Connect to the Internet সিলেক্ট করে Next দিন।
৪. Setup my connection manually সিলেক্ট করে Next দিন।
৫. Connect using a dial-up modem সিলেক্ট করে Next দিন।
৬. ISP name এ যে অপারেটরের কানেকশন তার নাম(যেমন:- Grameen, Citycell ইত্যাদি) লিখে Next দিন।
৭. Phone Number এ সিটিসেল হলে #777 এবং গ্রামীন হলে *99***1# লিখে Next দিন। *99***1# এ কাজ না হলে *99***2#, *99***3#, *99# ইত্যাদি লিখে চেষ্টা করুন।
৮. User name, Password এবং Confirm password এ সিটিসেল হলে waps এবং গ্রামীন হলে user লিখুন। গ্রামীনের ক্ষেত্রে না লিখলে ও হয়। Use this account name and password...... এই বক্সে টিক চিহ্ন দিয়ে Next দিন।
৯. Add a shortcut to this connection to my desktop এ টিক চিহ্ন দিয়ে Finish দিন। Network Connections এর অধীনে ISP name এ যে নাম দিয়েছিলেন সেই নামে একটা Dial-up আইকন তৈরী হবে। সিটিসেল হলে এখানেই কাজ শেষ। আর গ্রামীন হলে পরের ধাপগুলো অনুসরন করুন।
১০. Control Panel -> System -> Hardware -> Device Manager এ ক্লিক করুন। Device Manager চালু হবে।
১১. Modems এর অধীনে ইনস্টল করা মডেমটির নাম দেখাবে। নামে রাইট মাউস ক্লিক করে Properties এ ক্লিক করুন। Advanced ট্যাবে Extra Initialization commands: এ AT+CGDCONT=1,"IP","gpinternet" লিখে OK ক্লিক করুন। Device Manager বন্ধ করুন।
১২. এখন ডেস্কটপে তৈরী হওয়া শর্টকাট চালু ইন্টারনেটে প্রবেশ করতে পারবেন।

Without Credit Card ipen a account in Tunes Store

Credit Card ছাড়াই iTunes Store এ একাউন্ট তৈরী করা যায়!!



আপনি যদি iPod বা iPhone ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে নিশ্চয় iTunes Store এর ব্যাপারে জানেন। iTunes Store থেকে গান, মুভি, রিংটোন, সফটওয়্যার ইত্যাদি কেনা যায় এবং কিছু কিছু বিনামূল্যে ও পাওয়া যায়। এখন মূল ব্যাপার হচ্ছে আপনার যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলে আপনি iTunes Store এর আইডি খুলতে পারবেন না। এমন কি নির্দিষ্ট কিছু দেশের বাসিন্দা না হলে ও আইডি করতে পারবেন না। দুঃখের বিষয় হল, সেই নির্দিষ্ট কিছু দেশের মধ্যে বাংলাদেশের নাম নেই। ফলে iTunes Store এ বিনামূল্যে যেসব পাওয়া যায় তা ডাউনলোড করতে পারবেন না। তাহলে বাংলাদেশে যারা iPod বা iPhone ব্যবহার করছে তাদের কি হবে??

সে জন্যই এই লেখা। চলুন দেখা যাক ক্রেডিট কার্ড ছাড়া এবং বাংলাদেশের বাসিন্দা হয়ে ও কিভাবে iTunes Store এর আইডি তৈরী করা যায়।

১. iTunes চালু করুন। (ডাউনলোড লিংক)
২. বাম পাশ থেকে iTunes Store এ ক্লিক করুন(ছবিতে ১নং চিহ্নিত স্থান)। iTunes Store ওপেন হবে।
৩. ডান পাশের QUICK LINKS থেকে Redeem এ ক্লিক করুন(ছবিতে ২নং চিহ্নিত স্থান)।

৪. নিচের যেকোন একটি কোড লিখে Redeem বাটনে ক্লিক করুন।

CZRRRJJPZFBC অথবা XXRSNMLSWY4BFZDK

৫. কোডটা ব্যবহার হয়ে গেছে এরকম একটা এরর মেসেজ দিবে। চিন্তার কিছু নেই।
৬. উপরে বাম দিকে হোম বাটনে(ছবিতে ৩নং চিহ্নিত স্থান) ক্লিক করুন।
৭. উপরে ডান দিকে Sign In বাটনে(ছবিতে ৪নং চিহ্নিত স্থান) ক্লিক করুন।

৮. Create New Account এ ক্লিক করুন।

৯. I have read and agree..... তে টিক মার্ক দিন। Continue বাটনে ক্লিক করুন।

১০. আপনার ইমেইল এড্রেস, পাসওয়ার্ড(ইমেইল পাসওয়ার্ড নয়), নিরাপত্তা প্রশ্ন এবং জন্ম তারিখ দিয়ে Continue বাটনে ক্লিক করুন।

১১. Credit Card অপশনে None এ ক্লিক করুন। এবং একজন আমেরিকানের সঠিক ঠিকানা দিয়ে Address অংশটি পূরণ করে Continue বাটনে ক্লিক করুন। সঠিক ঠিকানার জন্য 411.com এর সাহায্য নিতে পারেন। যেমন:- আমি Jhon Smith নামে সার্চ করে ছিলাম।

১২. একটি এরর মেসেজ আসবে। OK দিন। আপনার iTunes Store আইডি হয়ে গেছে।

pc control using mobile phone

বর্তমান সময়ে আমাদের সবারই একটি নিত্য সঙ্গী হচ্ছে মোবাইল ফোন । তাই এ যন্ত্রটি দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রন করা গেলে ভালই হয়। মোবাইলফোন দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রন করার জন্য আমাদের প্রয়োজন j2me বা java enable handset আর হ্যা সেটটিতে অবশ্যই blue tooth বা gprs modem থাকতে হবে। তাহলে আমরা blue tooth connection বা internet connection এর মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রন করতে পারবো।


এখন কম্পিউটার ও মোবাইলফোন এর মধ্যে network তৈরির জন্য আমাদের jm2pc software টি ব্যবহার করতে হবে। এটি আমাদের কম্পিউটার ও মোবাইলফোন উভয় যন্ত্রেই install করতে হবে। Software টি পেতে এবং বিস্তারিত তথ্যের জন্য visit করুন www.jm2pc.com

এ software ব্যবহার করে মোবাইলফোন দিয়ে কম্পিউটার এর বিভিন্ন প্রোগ্রাম চালানো বা বন্ধ করা, desktop screen দেখা, mouse এর কাজ ইত্যাদি করা যায়।

Pc quick open or shout down just a command

অনেক সময় কম্পিউটার দ্রুত শাটডাউন/রিস্টার্ট করার প্রয়োজন হয়। কিন্তু Start Menu -> Turn Off -> Computer -> Turn Off/Restart করতে সময় খরচ হয়ে যায় অহেতুক। এর সমাধান করা যায় একটি শর্টকাট কমান্ডের মাধ্যমে। শর্টকাট তৈরী করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন:

শাটডাউন শর্টকাট:
১. ডেস্কটপে রাইট মাউস ক্লিক করে New -> Shortcurt এ ক্লিক করুন।
২. এবার বক্সে Shutdown -s -t 1 লিখে Next ক্লিক করুন।
৩. shutdown এর পরিবর্তে Quick Shutdown লিখে Finish ক্লিক করুন।
ডেস্কটপে Quick Shutdown নামে একটা শর্টকাট তৈরী হবে। এই শর্টকাটে ডাবল ক্লিক করলেই আপনার পিসি শাটডাউন হওয়া শুরু করবে।

রিস্টার্ট শর্টকাট:
১. ডেস্কটপে রাইট মাউস ক্লিক করে New -> Shortcurt এ ক্লিক করুন।
২. এবার বক্সে Shutdown -r -t 1 লিখে Next ক্লিক করুন।
৩. shutdown এর পরিবর্তে Quick Restart লিখে Finish ক্লিক করুন।
ডেস্কটপে Quick Restart নামে একটা শর্টকাট তৈরী হবে। এই শর্টকাটে ডাবল ক্লিক করলেই আপনার পিসি রিস্টার্ট হওয়া শুরু করবে।

Memory card password breaker


আমরা আমাদের মোবাইলের সিকিউরিটির জন্য মোবাইল মেমোরি কার্ডে পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু মাঝে মধ্যে দেখা যায়, আমরা পাসওয়ার্ড ভুলে যাই এবং পাসওয়ার্ড ভুলে গেলে, ঐ মেমোরি কার্ড অন্যত্র কাজ করে না। ফলে এটা একটা বিরক্তিকর সমস্যা যায়। আপনি ইচ্ছে করলেই আপনার ভুলে যাওয়া মোবাইল পাসওয়ার্ড রিকভার করতে পারেন। তবে এই বিষয়টি আমি S40, S60 & N-Series এ প্রাকটিক্যালি কাজ করেছি। কিভাবে পাসওয়ার্ড রিকভার করবেন?

বিষয়টি খুবই সহজ। তবে পাসওয়ার্ড রিকভার করতে গেলে আপনার মোবাইল অবশ্যই FExplorer সফটওয়্যারটা সেটাপ থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটআপ করে নিন। উক্ত সফটওয়্যারটি আপনি সহজে ইন্টারনেট থেকে নামিয়ে নিতে পারবেন। ইনস্টল শেষে FExplorer টা চালু করুন। তারপর C:---System---(mmcstore)file টা Copy করে আপনার মেমোরিকার্ডে Paste করুন। মেমোরিকার্ডে Copy করা mmcstore file টির শেষে .txt (mmcstore.txt) এ Rename করুন। এর পর যেকোন ভাবে PC তে Send করুন (ব্লুটুথ, ইনফারেড অথবা ডাটা ক্যাবল)। এরপর Send করা File টা Computer এ Open করুন। দেখুন ঐ Text Document এ আপনার দেয়া পাসওয়ার্ড লিখা আছে। এইভাবে আপনি আপনার পাসওয়ার্ড রিকভার করতে পারেন। FExplorer ডাউলোড করুন এই লিংক থেকে।

Online all formate document converter


অনলাইনের মাধ্যমে কনভার্ট করুন আপনার সকল ফাইল। আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের ঠিকানা দেব। এই ওয়েব সাইটে আপনি ইমেজ, অফিস, মিউজিক, ভিডিও এবং আর্কাইভ ফাইল কনভার্ট করতে পারবেন। ইমেজ এর ভেতর রয়েছে bmp, dwg, gif, ico, jpg, png, pcx, tga, tiff, wbmp, wmf ইত্যাদি। অফিসের এর ভেতর রয়েছে csv, doc, docx, html, odp, ods, odt, pcx, pdf, ppt, pptx, ps, pub, rtf, txt, wpd, wps, xls, xlsx, xml ইত্যাদি। মিউজিক এর ভেতর রয়েছে aac, ac3, flac, m4a, mmf, mp3, ogg, ra, ram, wav, wma ইত্যাদি। ভিডিও এর ভেতর রয়েছে 3gp, 3g2, avi, flv, gvi, iphone, ipod, m4v, mov, mp4, mpg, rm, rmvb, vob, wmv ইত্যাদি এবং আর্কাইভের মধ্যে রয়েছে 7z, tar, bz2, cab, lzh, rar, tar, gz, yz1, zip ইত্যাদি ফরম্যাট।

চারটা ধাপে কাজটা আপনাকে করতে হবে। ফাইল আপলোড -> ফরম্যাট নির্বাচন -> ইমেইল এড্রেস প্রদান -> কনভার্ট বাটনে ক্লিক। সব কিছু ঠিকঠাক মত থাকলে আপনার দেওয়া ইমেইল এড্রেসে কনভার্ট করা ফাইলের ডাউনলোড লিংক পেয়ে যাবেন। সাইটের ঠিকানা হল:

http://zamzar.com

Password recovery software


আপনার কাছে এমন কিছু ফাইল রয়েছে যেগুলোতে লক পাসওয়ার্ড দেয়া। এই ফাইলগুলোর পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন। একটা সফটওয়ারের মাধ্যমে আপনি যেকোন ফাইলের পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। সফটওয়্যারটির নাম হল Passware Kit Enterprise। এটি একটি পাসওয়ার্ড খোঁজার অনেকগুলো(৩০টির মত) সফটওয়্যারের সমষ্টি। যেসব সফটওয়্যার এখানে আছে তা হল: 1-2-3 key, Acrobat key, Act key, Asterisk key, Backup key, BestCrypt key, Efs key, FileMaker key, Internet Explorer key, Lotus Notes key, Lotus Word Pro key, Mail Key, Messenger Key, Money key, Myob Key, Network Connections Key, Office key, OneNote Key, Organizer Key, Outlook Express Key, Paradox key, Passware kit enterprise Help, Peachtree key, Project Key, Quattore Pro Key, QuickBooks key, Quicken Key, rar key, Schedule key, Sql Key, Windows key, Wordperfect key, Zip key ইত্যাদি।

ডাউনলোড করুন এই লিংক থেকে।

Hidden Copy pen drive to your pc


গোপনে কপি করে ফেলুন পেন ড্রাইভের সব ডাটা!!



আপনার কম্পিউটারে যখনি কোন পেন ড্রাইভ লাগানো হবে সাথে সাথে এর সব ডাটা আপনার পিসিতে একটা নির্দিষ্ট ফোল্ডারে কপি হয়ে যাবে। এবং কেউ বুঝতে ও পারবে না। তবে আপনার নিজের পেন ড্রাইভ লাগালে হবে না। এমন ব্যবস্থাই করতে পারবেন ছোট একটি ইউটিলিটি সফটওয়্যার দিয়ে। এটি একটি নাম বিহীন সফটওয়্যার। তবে লোকজনকে ফাঁকি দেওয়ার জন্য Control Panel নাম দেওয়া হয়েছে।

সফটওয়্যারটি এই লিংক থেকে ডাউনলোড করুন। Control Panel নামের প্রোগ্রামটি কোথাও কপি করে চালু করুন(উপরের ছবির মত)। Install বাটনে ক্লিক করুন। Browse বাটনে ক্লিক করে কোথায় পেন ড্রাইভের ডাটাগুলো সেভ হবে তা দেখিয়ে দিন। এখানে উল্লেখ্য যে, প্রত্যেকটা পেন ড্রাইভ আলাদা ফোল্ডার হিসেবে সেভ হবে। এবার Start বাটনে ক্লিক করুন। আপনার পেন ড্রাইভের ডাটা সয়ংক্রিয়ভাবে কপি না করতে চাইলে friendflag.winxp নামে একটা ফাইল তৈরী করে তা আপনার পেন ড্রাইভের রুটে রাখুন। কোন পেন ড্রাইভে friendflag.winxp ফাইলটি থাকলে তার ডাটা কপি হবে না।

how to recover data from hard desk


Data Recovery সফটওয়্যারের প্রয়োজনীতা কম-বেশী আমরা সবাই বুঝি। সামান্য একটা ওয়ার্ড ডকুমেন্ট মুছে গেলে ও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যদি সেটা দরকারী ফাইল হয়। ডিলিট হয়ে যাওয়া ফাইল সাথে সাথে উদ্ধার করা তেমন জটিল কোন কাজ না। এর জন্য আপনার প্রয়োজন একটা ভাল ডাটা রিকভারি সফটওয়্যার। অনেক ভাল ভাল ডাটা রিকভারি সফটওয়্যারের নাম আমরা জানি তবে এদের বেশিরভাগই কিনতে হয়। যা সবার পক্ষে সম্ভব হয়না যদি সে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের বিরোধী হয়।

তাই নিচে তিনটি ফ্রিওয়্যার ডাটা রিকভারি সফটওয়্যারের ডাউনলোড লিংক দিলাম। আশা করি আপনাদের কাজে আসবে।
১. Recuva - File Recovery
২. PC INSPECTOR™ File Recovery
৩. Restoration