How mp3 work

ডিজিটাল মিডিয়ার সংগীত জগতে এম পি থ্রী একটি জনপ্রিয় নাম। MP3 বিশেষ ধরনের কমপ্রেস ফাইল ফরমাট। ইন্টারনেটে বিশেষ করে গান ডাউনলোড আপলোড করার সুবিধার্থে এই ফাইল ফরমাটটি বেশী ব্যাবহার হয়। মিউজিক ফাইলকে সহজে ও অল্প সময়ে বিভিন্ন মিডিয়ার মধ্যে আদান-প্রদানের সুবিধার্থে MP3 ফাইল ফরমাটের সৃষ্টি।
অডিও সিডির avi ফাইল হল আন্‌কমপ্রেসড্ হাই-রেজুলেশন ফাইল ফরমাট। এই ফরমাটে প্রতি সেকেন্ডের শব্দকে ৪৪১০০ স্যাম্পলে ভাগ করা হয়। প্রতিটি স্যাম্পল ২ বাইট। স্টেরিও সিস্টেমে বাম ও ডান পাশের স্পিকারের জন্য আলাদাভাবে স্যাম্পল নেওয়া হয়। হিসাব করলে দেখা যায় এধরনের ফরমাটে তিন মিনিটের একটি মিউজিকের সাইজ হয় প্রায় ৩২ মেগাবাইট, যা ইন্টারনেটের জন্য মোটেই সুবিধাজনক নয়।

মানুষের শ্রবনশক্তির কিছু বৈশিষ্টের উপর ভিত্তি করে MP3 ফাইল তৈরির প্রোগ্রাম (আলগরিদম) বানানো হয়েছে।
১। একজন স্বাভাবিক মানুষ যেসব শব্দ শুনতে পায় তার ফ্রিকোয়েন্সী ২০ থেকে ২০০০০ হার্জের মধ্যে।
২। একসাথে যখন বিভিন্ন ধরনের শব্দ হয় তখন আমরা কিছু শব্দ অন্যান্য শব্দের চেয়ে ভালো শুনি।
৩। নিম্নমাত্রার শব্দের পাশাপাশি যখন উচ্চমাত্রার শব্দ হয় তখন আমরা শুধু উচ্চমাত্রার শব্দটি শুনতে পায়।
MP3 ফাইল তৈরির প্রোগ্রামে ২০ থেকে ২০০০০ হার্জের মধ্যে যেসব শব্দ তা রেখে বাকীগুলো বাদ দেওয়া হয়। নিম্নমাত্রার শব্দসহ যেসব শব্দ আমরা শুনতে পায় না তাও বাদ দেওয়া হয়। তারপর যেসব শব্দ অবশিষ্ট থাকে সেগুলোকে কমপ্রেস করা হয়। এভাবে বিভিন্ন প্রসেসের পর ৩২ মেগাবাইটের একটি গানের সাইজ হয়ে যায় ৩ মেগাবাইট। উল্লেখ্য, এসব প্রসেসের ফলে সাউন্ড কোয়ালিটির কিছুটা ক্ষতি হয় তবে তা খুবই সামান্য। আন্‌কমপ্রেসড্ হাই-রেজুলেশন AVI ফাইলকে MP3 ফরমাটে কনভার্ট করার বিভিন্ন প্রোগ্রাম ইন্টারনেটে পাওয়া যায়। MP3 ফাইলকেও AVI ফাইলে কনভার্ট করা যায় তবে অরজিন্যাল ফাইলের সাউন্ড কোয়ালিটি ফিরে আসবে না। MPEG audio Layer−3 এর শব্দ সংক্ষেপ MP3।

How WiFi work


WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক :
একটি সীমিত এলাকা অর্থাৎ একই ভবন, পাশাপাশি অবস্থিত ভবন অথবা একটি অফিস বা এপার্টমেন্টে অবস্থিত কমপিউটারসমূহ, প্রিন্টার ও অন্য কোন বিশেষ ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তারের পরিবর্তে রেডিও তরঙ্গের মাধ্যমে স্থাপিত আন্তঃসংযোগ ব্যবস্থাকে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN) বলে।

উপরের ছবিটি একটি ব্রডব্যান্ড লাইন থেকে একাধিক কমপিউটারে ইন্টারনেট কানেকশনের একটি ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্কে প্রয়োজন একটি ব্রডব্যান্ড মডেম ও একটি ওয়ারলেস রাউটার। যে কোন কমপিউটারে ওয়্যারলেস এডাপটার অথবা ওয়্যারলেস কার্ড ইন্সটল থাকলে এই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট কানেকশন শেয়ার করতে গারবে।

Wi-Fi ("wireless fidelity") হচ্ছে একটি বিশেষ ধরনের ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের টার্ম বা ট্রেড মার্ক যেখানে ওয়াইফাই এলাইয়েন্স নামে একটি কমিটি কর্তৃক পরীক্ষীত ও অনুমোদিত হার্ডওয়্যার ও স্পেসিপিকেশন ব্যবহার করা হয়। এর প্রধান উদ্দেশ্য বিভিন্ন কোম্পানীর ওয়্যারলেস নেটওয়ার্কের ডিভাইসরগুলি যাতে পরষ্পরের সাথে কাজ করতে পারে। এছাড়া নেটওযার্কটির কনফিগারেশনসহ অন্যান্য টেকনিক্যাল বিষয়ের একটি স্ট্যান্ডার্ড মান নির্ধারণ করা। ব্যাবহারকারীদের জন্য সুবিধা হচ্ছে, যদি কারো মোবাইল ফোন বা ল্যাপটপে Wi-Fi এডাপটার থাকে, তবে এটি যে কোন Wi-Fi নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হতে পারবে। সুতরাং আমরা বলতে পারি সব ওয়াইপাই নেটওয়ার্ক হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, কিন্তু সব ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়াইপাই স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক নয়।

একটি ওয়াইফাই রাউটার/একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে কোন বিশেষ স্থানে যখন ওয়ারলেস ইন্টারনেট কানেকশনের সুবিধা প্রদান করা হয় তখন সেই স্থানকে Hot Spot বলা হয়। সাইবার কাফের নতুন জেনারেশন ওয়াইফাই হটস্পট। একাধিক একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে সৃষ্ট হটস্পটগুলোকে সমন্বয় করে যখন বড় এলাকা ভিত্তিক একটি ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হয় তখন সেই এলাকাকে Wi-Fi Zone বলা হয়।
মোবাইল ব্রডব্যান্ড বনাম ওয়াইফাই হটস্পট: মোবাইল ব্রডব্যান্ড সেবা সাধারণত মোবাইল ফোনের কোম্পানীগুলো দিয়ে থাকে। সুতরাং প্রায় সব জায়গা থেকে (মোবাইল ফোন নেটওয়ার্ক) মোবাইল ফোন বা ওয়ারলেস মডেমের সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত হওয়া যায়। ওয়াইফাই হটস্পটে এই সুযোগ একটি সীমিত এলাকার মধ্যে সীমাবদ্ধ। ইদানীং বড় বড় শহরের বাস/ট্রেন স্টেশন, শপিং সেন্টার ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে ওয়াইফাই জোন সৃষ্টি করা হচ্ছে। মোবাইল ব্রডব্যান্ড সার্ভিসের মাসিক চার্জ বেশী। এছাড়া একদেশ থেকে অন্য দেশে গেলে মোবাইল ব্রডব্যান্ড সার্ভিস কাজ করে না, যদি কাজ করে তবে চার্জ হয় খুবই বেশী। তাই নিজস্ব ল্যাপটাপ বা মোবাইল ফোন থেকে প্রয়োজনীয় সময়ের জন্য ওয়াইফাই হটস্পট থেকে ইন্টারনেট কানেকশন সস্তা। ইদানিং বিভিন্ন শহরের ওয়াইফাই হটস্পটের তালিকা নেটে পাওয়া যায়।

যারা ব্যাবসা ভিত্তিক কাজে ওয়াইফাই নেটওযার্ক ব্যাবহার করতে চান তাদের জন্য নিম্নে কিছু লিংক দেয়া হল:
PolkaSpots
W-HotSpot
VPN Network

Download Free Journal/Article/ Thesis

যে কোন ভাল Journal/ Thesis/ Article site


New York University লাইব্রেরি
https://ezproxy.library.nyu.edu/login

Username: dr101
Password: mossmoss!2

এটা New York University লাইব্রেরি এর password.
=========================================
সবার জন্য উপহার-২>> Marshall University লাইব্রেরি

http://ezproxy.marshall.edu:2048/login

MUID: 901076229
Birth Date (MMDD):1222

http://ezproxy.marshall.edu:2048/logout

কেমন লাগছে?...
=========================================
সবার জন্য উপহার-৩>>Austin Public লাইব্রেরি

Austin Public Library:

Card Number:

যে কোনটা =

1000223344551
1000223344553
1000223344554
1000223344555
1000223344560
1000888888881
1000888888882
1000888888883
1000888888870
1000888888888
100088888888
==============================

===============================================
Netlibarary acc with (53,570) ebooks
Username:metwaly900
Password: hawas90
============================================

Springerlink
http://www.springerlink.com/identities/me/?sid=dl2wlbutr32hex451rri3ny0&sh=www.springerlink.com

Username: ksutrial
password: ksu1trial
============================================
Sage Journlal
http://online.sagepub.com/cgi/login?

Username: uitmlib2
Password: welcome
============================================
Ebsco
http://search.ebscohost.com

Username: s7984883
Password: password
============================================
oxfordjournals.

https://access.oxfordjournals.org/oup/login/local.do

Username: just22
Password: justpass
============================================
Ovid
http://gateway.ovid.com

user:hq0812
pass: marilyn4
==============================================
imedicine
www.imedicine.com

Account Number: 5456
==============================================
Oxford Scholarship
http://www.oxfordscholarship.com/oso/login.jsp?error=/oso/login.jsp

Username: univbrasilia
Password: univbrasilia
==============================================
Engineering Village
http://www.engineeringvillage2.org/controller/servlet/Controller

Username: tre123
Password: tre123
===============================================
Informit
http://search.informit.com.au/

Username: unimal
Password: 427130
============================================
PROQUEST
http://proquest.umi.com/login/user

Username: ALCANTARAS
Password: ACCESO
==============================================
Oxford Refernce
http://www.oxfordreference.com/pub/views/home.html

Usename: aifl
Password: aifl
===========================================
14 library with the same Username and Password

Username/barcode: imperialc
Password/last name: imperialc
http://toxprof.crcpress.com/
http://www.chemnetbase.com
http://www.forensicnetbase.com
http://www.hbcpnetbase.com
http://www.infosecuritynetbase.com
http://www.itknowledgebase.net
http://www.mathnetbase.com
http://www.mechanicalengineeringnetbase.com
http://www.neurosciencenetbase.com
http://www.statsnetbase.com
http://www.electricalengineeringnetbase.com
http://www.polymersnetbase.com
http://www.foodnetbase.com