Boot from pen drive

পেন ড্রাইভ থেকে বুট করুন যে কোন কম্পিউটার

আগে মানুষ বিভিন্ন প্রয়োজনে ফ্লপি অথবা সিডি থেকে পিসি বুট করত। বর্তমানে ফ্লপিকে বিলু্প্তির পথে ধরে নেওয়া যায়। আর ফ্লপির স্থান দখল করে নিয়েছে পেনড্রাইভ। ফলে বর্তমানে যেসব মাদারবোর্ড বের হচ্ছে তার সবগুলোতেই ইউএসবি থেকে বুট করার অপশন থাকে। ইদানিং সব ধরনের অপারেটিং সিস্টেমের ইউএসবি ভার্শন পাওয়া যায় যা হার্ডডিস্কের পরিবর্তে সরাসরি ইউএসবি পেন ড্রাইব থেকে বুট হয়। যাদের মাদারবোর্ডে ইউএসবি বুট সুবিধা আছে তারা পেন ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম বুট করা সহ সব ধরনের বুট করতে পারেন। যারা একটু পুরনো পিসি ব্যবহার করেন তাদের আফসোস আর দীর্ঘশ্বাস ফেলা আর কিছুই করার থাকে না। ফলে অনেকেই পুরোনো পিসি বিক্রি করে নতুন পিসি কিনছেন। আপনার আফসোসের দিন শেষ! মাদারবোর্ডে ইউএসবি বুট অপশন না থাকলেও পেন ড্রাইভ থেকে পিসি বুট করতে পারবেন!!! কিভাবে? একটা ছোট ইউটিলিটি সফটওয়্যার আপনাকে এই ব্যবস্থা করে দেবে।

সফটওয়্যারটির নাম হল PLoP Boot Manager। এই বুট ম্যানেজারটি আপনি ফ্লপি, সিডিরম অথবা সরাসরি হার্ডডিস্ক থেকে চালু করতে পারবেন। হার্ডডিস্কে ইনস্টল করার জন্য আলাদা পার্টিশন করার দরকার নেই, C: ড্রাইভেই ইনস্টল হবে। PLoP Boot Manager এর বিস্তারিত জানতে এবং ডাউনলোডের জন্য এই লিংকে ক্লিক করুন।

See folder size directly in windows ex polar

উইন্ডোজ এক্সপ্লোরারে ফোল্ডার সাইজ দেখুন সরাসরি

উইন্ডোজ এক্সপ্লোরারে View -> Details এর মাধ্যমে কোন ফোল্ডারের অধীনে সব ফাইল/ফোল্ডারের অনেক তথ্য দেখা যায়। যেমন:- Type, File Size, Date Modified ইত্যাদি। কিন্তু সরাসরি Folder Size দেখানোর কোন অপশন বাই-ডিফল্ট নেই। ফলে কোন ফোল্ডারের সাইজ কতটুকু তা সরাসরি দেখা যায় না। দেখতে হলে ফোল্ডারে রাইট ক্লিক দিয়ে Properties এ গিয়ে দেখতে হয়। ছোট্ট একটা ফ্রিওয়্যার এডইন ইনস্টল করে আপনি সারাসরি ফোল্ডার সাইজ ও দেখতে পারবেন। এডইনটির নাম হল FolderSize।

FolderSize এই লিংক থেকে ডাউনলোড করতে পারবেন। সাইজ মাত্র ২২৪ কিলোবাইট। ইনস্টল করার পর কোন ফোল্ডার খুলে View -> Details এ ক্লিক করুন। এবার Name, Size, Type, Date Modified যে সারিতে লেখা আছে সেখানে রাইট মাউস ক্লিক করে Folder Size সিলেক্ট করুন। এখন Folder Size নামে একটা কলাম দেখতে পাবেন যেখানে ফোল্ডারের সাইজ দেখাবে। এছাড়া সফটওয়্যারটি ইনস্টল করার পর কন্ট্রোল প্যানেলে Folder Size নামে একটা শর্টকাট দেখতে পাবে

yahoo , google togather search


আমরা সাধারণত ইয়াহু কিংবা গুগুল দিয়ে যে কোন তথ্য খুঁজে থাকি। আমরা অনেক সময় ইয়াহুতে তথ্যটি না পেলে আবার গুগুল এ খুঁজি। কিন্তু আমি যে ওয়েব সাইটের কথা বলছি তা দিয়ে আপনি ইয়াহু এবং গুগুল উভয় সাইট থেকে এক সাথে সার্চ করতে পারবেন। এই সাইটে কোন কিছু সার্চ দিলে স্ক্রিন দুইভাগ হয়ে এক পাশে গুগল এবং অন্য পাশে ইয়াহুর সার্চ রেজাল্ট দেখায়। আশা করি সাইটটি আপনাদের ভাল লাগবে।

www.keozoon.com