Bangla MP3 download address

বাংলা এমপি৩ ডাউনলোড

http://www.banglamusic.com/download/mp3


Download Mp3 sites:

http://i109.photobucket.com/albums/n55/labonno_ny/music_instruments-1.jpg
PoLaPaIn
Multiply PoLaPaIn
Chk this out
Boishakh
Bangla Smash
Amar Shonar Bangla
My Bangla Music
Bangla Mp3
Basically Shetai
Bangla Music
Gaan
BD GHOR
BDMusic
Kobita o Gaan
~SoMe OtHeRs~


A
http://www.amadergaan.com (Mp3 Download / Music Video)
http://a-zbdmusic.com/music (Listen Only)
http://www.amarshonarbangla.com (Mp3 Download / TV Drama)
http://www.aalaapon.com/mp3.html (Mp3 Download)
http://www.angelfire.com/ct3/bb_new/download.htm (Mp3 Download)
B
http://www.banglamp3s.tk (Mp3 Download)
http://www.bongomela.com (Mp3 Download)
http://www.banglamp3s.com (Mp3 Download)
http://www.bmusictime.com (Listen Only)
http://www.bh-mp3.cjb.net (Mp3 Download)
http://www.banglaradio.com (Listen Only)
http://www.banglabazaar.com (Listen Only)
http://www.banglasangeet.com (Mp3 Download)
http://www.banglacafe.com/music (Mp3 Download)
http://www.bangla2000.com/Music (Listen Only)
http://www.banglaentertaitment.com (Mp3 Download / TV Drama)
http://www.banglasongs.esmartmusic.com (Listen Only)
http://www.bengaliguru.com/modules/audio (Listen Only / TV Drama / Music Video / Movie Show
)
http://www.banglaprosar.org.au/funstuff.php (Listen Only)
http://bangla.verdantdreams.com/music2.html (Listen Only)
http://bangladesh2000.com/music/bdmusic.html (Listen Only)
http://www.bangladesh-christian.com/real/amibangla.htm (Listen Only )
http://www.banglaobangali.net
http://www.coolgoose.com/go/music (Mp3 Download)
D
http://www.deshimp3.cjb.net (Mp3 Download)
http://www.deshikotha.com/default.asp?id=4&mnu=4 (Mp3 Download)
http://www.darksyed.com/portal/music/downloads.htm (Mp3 Download)
www.doridro.com
E
http://ethikana.com/music (Listen Only)
http://e-mela.com/mp3/Bangla_mp3.html (Mp3 Download)
G
http://www.goldensylhet.com/Movie_Songs.html (Mp3 Download / TV Drama / Movie/ Music
Video)
http://www.geocities.com/kunduba/bangla-mp3.htm (Mp3 Download)
http://www.ganerbangla.com (Video/Mp3 Download)
H
http://www.homepagez.com/fubunishi/MP3 (Listen Only)
http://www.homeviewbangladesh.com/music (Listen Only)
I
http://www.infobangladesh.com/music (Mp3 Download)
K
http://www.kobitaogaan.com (Listen Only)
L
http://www.live365.com/cgi-bin/directory.cgi?genre=search&searchdesc=bangla (Listen Only)
M
http://www.musicbdfaheem.com (Mp3 Download)
http://www.mybanglamusic.com (Mp3 Download / Music Video / TV Drama)
http://www.music.com.bd/music.html (Mp3 Download)
O
http://www.onnobhubon.com/site (Mp3 Download)
http://www.oporajeyobangla.net
P
http://www.polapain.com (Mp3 Download)
http://www.pagolmon.com (Mp3 Download)
S
http://www.sma-bd.com/radio1 (Listen Only)
http://songsbangla.com/songs.php?ct=1 (Listen Only)
U
http://www.ultimatebangla.com (Mp3 Download)
Y
http://www.yahooanondomela.com (Mp3 Download)

file recovery software

ফ্রি ফাইল রিকভারি সফটওয়্যার ! ! !


অনেক সময় প্রয়োজনীয় অনেক ফাইল ভুলে ডিলিট হয়ে যায় । সেসব ফাইল পাবার জন্য অনেকে অনেক ধরণের সফটওয়্যার ব্যবহার করেন । যারা এখনও কনোটা করেন না তাদের জন্য আছে Recuva ।

বিনামূল্যের এই সফটওয়্যার দ্বারা যে কোন ড্রাইভের (Hard Drive , USB Drive , Memory card , Mp3 player) ফাইল রিকভারি করতে পারে । তবে অনেক পুরোনো ফাইল পেতে সমস্যা হতে পারে । সফটওয়্যারটি চালু করে নিদিষ্ট ড্রাইভটি দেখিয়ে দিলেই হবে ।



ডাউনলোডের ঠিকানা : http://download.piriform.com/rcsetup122.exe

how to learn abcd....xyz using learning software

বাচ্চাদের জন্য MY ABCD লার্নিং সফটওয়্যার


বাচ্চাদের জন্য MY ABCD লার্নিং সফটওয়্যার

নাসরিন জুবায়ের আপা আপনার বাচ্চার জন্য এটা খুব সহায়ক একটা ছোট্ট (২.৭ মেগাবাইট )সফটওয়্যার...

Internode MyABCD.exe
Win98/ME/2000/XP Size: 2.6 MB

ডাউনলোড

এটা ডাউনলোড করে পিসিতে ইনস্টল করে নিন ব্যাস...আপনার বাচ্চা খুব সহজেই ব্যবহার করতে পারবে আশা করছি।

ইনস্টল করার পর স্টার্ট মেনু>অল প্রোগ্রামস>MY ABCD থেকে ক্লিক করে প্রোগ্রাম রান করুন।

এতে কাজ না হলে বলবেন...আমি সেইভ দা চিলড্রেন এর একটি প্রোজেক্টে কাজ করছি সেটাও ভাল তবে ক্লাস ওয়ান থেকে শুরু...

File share using windows network

উইন্ডোজ নেটওর্য়াকে ফাইল শেয়ারিং


যারা ভার্সিটিতে বা অফিসে উইন্ডোজ নেটওর্য়াক ব্যবহার করেন তাদের জন্য এক পিসি থেকে অন্য পিসিতে ফাইল শেয়ারিং খুবই দরকারি একটি কাজ । কিন্তু অনেক সময় নেটওর্য়াকে এই অপশনটি বন্ধ থাকে । ক্ষেত্রে খুবই উপকারি একটি সফটওয়্যার HTTP FILE SERVER (hfs) ।

এই সফটওয়্যারটি দ্বারা একই নেটওর্য়াকের মধ্যে ফাইল শেয়ার করা যাবে।

সফটওয়্যারটি নামিয়ে open করুন । এর control panel এ যেয়ে Add Files ক্লিক করুন । প্রয়োজনীয় ফাইলটি সিলেক্ট করুন । এবার যে পিসিতে ফাইলটি পেতে চান তাতে আপনার পিসির Address টি লিখুন ( example: 172.17.4.29 ) । এবার ২য় পিসিটিতে ফাইলটি নামাতে পারবেন । এর জন্য আপনার পিসিটিও অন থাকা লাগবে ।

ডাউনলোড: http://downloads.ziddu.com/downloadfile/3874418/myserver.exe.html

how can save yahoo email account from hacker

Yahoo! র account hack হওয়া থেকে কিভাবে বাচবেন?

আজকার অনেক spam আসে। লেখা থেকে বিভিন্ন লোভনীয় প্রস্তাব। অনেক ক্ষেত্রেই Email ID, Password চাই। লিঙ্কের মাধ্যমে একটা পেইজে নিয়ে যাওয়া হয় যেটা হুবহু কোন একটা website এর মত। যেমন yahoo, facebook, gmail etc. কিন্তু URL টা ভিন্ন থাকে। অনেক ক্ষেত্রে user URL খেয়াল না করেই password দিয়ে দেন। আর এতেই ঘটে যত বিপত্তি। এটাকে phishing বলে।

আসুন জেনে নেই yahoo তে phishing থেকে কিভাবে বাচবেন। আপনি যে computer এ create করবেন শুধুমাত্র সেই computer এই কাজ করবে।

browser র টাইপ করেন . Sign in to Yahoo! র নিচে লেখা Create your sign-in seal এ ক্লিক করুন। এই seal বানানোর দুইটা option আছে। একটা লেখা আরেকটা ছবি। ছবিটাই বেশি ভাল। page টা load হলে Upload an image এর অপর click করেন। এবার browse button এ ক্লিক করে পছন্দমত একটা ছবি select করে দিন। এবার Preview>> তে ক্লিক করেন। ডানপাশে Preview দেখতে পাবেন। এবার Save this Seal এ ক্লিক করেন। হয়ে গেল আপনার seal তৈরী। এবার আপনি যেখান থেকেই yahoo তে login কয়ার চেষ্টা করবেন সেই পেইজেই আপনার দেয়া ছবি টি দেখতে পাবেন। যদি না দেখতে পান তাহলে বুঝবেন এটি আসল yahoo পেইজ না। আবার বলে রাখি এটা প্রত্যেকটা পিসিতে আলাদা আলাদা ভাবে করতে হবে।

how to work real email system

একটি রিয়েল ই-মেইল সিস্টেম যেভাবে কাজ করে


ইমেইল কি?

ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ হল ইমেইল যা এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির সাহায্য নিয়ে মানুষ পরস্পর পরস্পরের সাথে যোগাযোগ করে থাকে। যদিও মূলত এটি একটি টেক্সট বেসড কমিউনিকেশান সিষ্টেম কিন্তু প্রযুক্তির আধুনিকায়নের ফলে আজ এর মাধ্যমে এটাচমেন্ট হিসেবে বিভিন্ন ফরমেটের ফাইল, ছবি কিংবা চলমান ভিডিও পাঠানো সম্ভব।

অন্য কথায় বলতে গেলে এটি এমন একটি দ্রুত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে একজন নেটিজেন ইউজার অন্যজন নেটিজেন ইউজারের কাছে নিমিষেই পাঠাতে পারে যে কোন ধরনের ইনফরমেশান।

কেন ইমেইল এত জনপ্রিয়?

একটি নিরীক্ষায় দেখা গেছে যে মানুষ সরাসরি কিংবা ইন্টারএকটিভ কোন ভয়েস সিস্টেমে যে কোন বিষয়কে যতটানা সাজিয়ে উপস্থাপন করতে পারে তার চাইতে ইমেইলে অনেক ভালোভাবে উপস্থাপন করতে পারে।

তাছাড়া অন্যান্য কমিউনিকেশান সিস্টেমগুলোর তুলনায় এটি একবারেই সস্তা কিন্তু মানসম্পন্ন কমিউনিকেশান সিস্টেম। প্রাপকের সাময়িক অনুপস্থিতি কিংবা ব্যস্ততা এই ইমেইল কমিউনিকশান সিস্টেমে কোন বিরূপ প্রভাব ফেলতে পারেনা।

ইমেইলের সংক্ষিপ্ত ইতিহাস

১৯৭০ সালের দিকে রে টমলিনসন নেটেনক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে লোকাল ইমেইল সিস্টেম উদ্ভাবন করেন যা SNDMSG এবং READMAIL হিসেবে নামকরন করা হয়। ১৯৭১ এর দিকে তিনি পুনরায় আরপানেট উপযোগী একটি ইমেইল সিস্টেম উদ্ভাবন করেন। তিনই প্রথম ইমেলের প্রাপপকে চিহিৃত করার জন্য @ সিম্বল ব্যবহার করেন যা বর্তমান ইমেইল সিস্টেমে ব্যবহার হয়ে থাকে।

এর পরবর্তি সময় থেকে ক্রমান্বয়ে MAIL, MLFL, RD, NRD, WRD, MSG, MMDF ও Send Mail সহ বিভিন্ন মেইলিং সিস্টেম ও স্টান্ডার্ড উদ্ভাবিত হয়।


ইমেইল সার্ভার কি?

ইমেইল সার্ভার হল একটি এপ্লিকেশান যা প্রেরক থেকে মেইল রিসিভ, সংরক্ষন ও প্রাপকের নিকট সেই মেইল ফরোয়ার্ডের দায়িত্ব পালন করে থাকে। ইমেইল সার্ভারকে MTA বা মেইল ট্রান্সফার এজেন্ট ও বলা হয়ে থাকে।

ইমেইল সার্ভারে সকল ইমেইল ক্লায়েন্ট সমূহের এড্রেস ও মেইল সংরক্ষিত থাকে। যখন কেউ কোন নির্দিষ্ট ইমেইল এড্রেস এ কোন মেইল পাঠায় তখন সেই মেইল নির্দিষ্ট কোন ইমেইল সার্ভারে এসে জমা হয়। ইমেইল সার্ভার সেই মেইলকে ক্লায়েন্ট এর কাছে প্রেরন করে থাকে।

ইমেইল ক্লায়েন্ট কি?

ইমেইল ক্লায়েন্ট হল একটি এপ্লিকেশান যা পার্সোনাল কম্পিউটার বা ওয়ার্কষ্টেশানে এনাবল থেকে মেইল সেন্ড, রিসিভ ও অর্গাইনাইজের কাজ করে থাকে। এটিকে এ কারনে ক্লায়েন্ট বলা হয়ে থাকে যে কেননা এটি ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের উপর ভিত্তি করে ডিজাইনকৃত।

খুব জনপ্রিয় কিছু স্ট্যান্ড এলান ইমেইল ক্লায়েন্ট হল মাইক্রোসফট আউটলুক, ইউডোরা বা পেগাসাস। এছাড়া ইয়াহু, জিমেইল কিংবা হটমেইলের মতো ফ্রি মেইল সার্ভিস যারা ব্যবহার করে থাকেন তাদের ইমেইল ক্লায়েন্ট এসব কোম্পানীর ওয়েব পেজেই থাকে।

SMTP কি?

সিম্পল মেইল ট্রান্সপার প্রটোকল বা SMTP হল ইমেইল ট্রান্সপারের জন্য একটি স্টান্ডার্ড। SMTP প্রথম RFC 821 এর ভিত্তিতে ডিফাইন করা হয়েছিল। বর্তমানে SMTP এর লেটেস্ট ভার্সন ESMTP বা এক্সেটন্ডেড এস.এম.টি.পি RFC 5321 ভিত্তিতে ডিফাইনকৃত।

সকল আউটগোয়িং মেসেজসমূহ নিয়ে এই SMTP প্রটোকল কাজ করে থাকে। SMTP এই কাজে 25 পোর্ট ব্যবহার করে থাকে।

POP3 কি?

পোষ্ট অফিস প্রটোকল ভার্সন 3 সংক্ষেপে POP3 নামে পরিচিত। এটি একটি এপ্লিকেশান লেয়ার ইন্টারনেট স্টান্ডার্ড প্রটোকল যা মেইল রিসিভ এর দায়িত্ব পালন করে থাকে। এই কাজের জন্য POP3 110 পোর্ট ব্যবহার করে থাকে। POP3 এর জন্য আরেকটি অল্টারনেটিভ পোর্ট হল 995.

ইমেইলে যে কয়টি অংশ থাকে

একটি ইমেইলের প্রধানত দু’টি অংশ থাকে

১। ইমেইল হেডার: ইমেইল হেডারে প্রেরকের এড্রেস এবং প্রাপকের এড্রেসসহ আরো কিছু প্রয়োজনীয় ইনফরমেশান থাকে।

২। মেইল বডি: ইমেইল বডিতে আপনার লিখিত ইমেইল টেক্সট ও সিগনেচার থাকে।

একটি বাস্তব ইমেইল সিস্টেম যেভাবে কাজ করে থাকে



১। প্রথমে প্রেরকের ইমেইল ক্লায়েন্ট বা ওয়ার্কষ্টেশন থেকে SMTP প্রটোকলের মাধ্যমে একটি ইমেইল পাঠানো হয়ে থাকে। এই ইমেইলে অবশ্যই প্রাপকের এড্রেস থাকা বাধ্যতামুলক।

২। এই মেইল পাবলিক ইন্টারনেট এরিয়ায় এসে বিভিন্ন রাউটার ক্রস করে প্রেরকের মেইলের জন্য নির্দিষ্ট করা ইমেইল সার্ভার এর এসে জমা হয়।

৩। যদি প্রাপকের ইমেইল এড্রেস একই MTA এর অধিনে হয়ে থাকে তাহলে ইমেইল সার্ভার সেই মেইলটিকে প্রাপকের কাছে সেন্ড করবে আর যদি ডিফারেন্ট MTA হয়ে থাকে তাহলে ইমেইল সার্ভার সেই মেইলকে ভিন্ন ইমেইল সার্ভারের নিকট পাঠাবে।

৪। ইমেইল সার্ভার সেই মেইলকে SMTP প্রটোকল ব্যবহার করে প্রাপকের এড্রেসএ পাঠাবে। মূলত প্রাপকের এড্রেস কিংবা মেইলের জন্য স্পেস সেই মেইল সার্ভারেই থাকে। ইমেইল ক্লায়েন্ট মেইল রিসিভ করার জন্য POP3 প্রটোকলের 25 পোর্টের মাধ্যমে SMTP প্রটোকলের 110 পোর্টের সাথে যোগাযোগ করবে।

৫। তারপর সেই মেইল আনরিড স্ট্যাটাস হিসেবে প্রাপকের ইমেইল ক্লায়েন্ট এর ইনবক্স বক্সে জমা হবে।

৬। পাঠক ইমেইল ক্লায়েন্ট ওপেন করে সেই মেইল পড়লে মেইলটির স্ট্যাটাস চেঞ্জ হয়ে রিড স্ট্যাটাস হবে। প্রেরক মেইলের সাথে কোন এটাচমেন্ট পাঠালে প্রাপক তা ডাউনলোড করে লোকাল কম্পিউটারে সেভ করতে পারবে।